
প্রকাশিত: Sat, Dec 30, 2023 8:22 PM আপডেট: Wed, Jul 2, 2025 12:44 AM
[১]রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় সাংবাদিক নিহত
আশিক এলাহী, রাঙ্গুনিয়া: [২] রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানী কাঠ বোঝাই দ্রুতগামী অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। [৩] সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। [৪] স্থানীয় সুত্রে জানা যায়, গতরাতে মরিয়মনগর থেকে সে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলো। ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানী কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ির ধাক্কা দেয় তার মোটরবাইকটিকে। মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকার চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারে তার দুই বোন এবং সে একমাত্র পুত্র সন্তান ছিলো। তার এমন মৃত্যুতে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। [৫] অনুসন্ধানে জানা যায়, ঘাতক চাঁদের গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে এটি দক্ষিণ রাজানগরের সোনারগাঁও এলাকার মো. শহীদ নামে একজন চালিয়েছিলো বলে জানা গেছে। গাড়িটি ইসলামপুরের বটতল এলাকার মফিজ সওদাগরের মালিকানাধীন।
[৬] রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, মরদেহ পোস্টমর্টেম করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।